চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে ফরম পূরণ করেছেন ১৪ লাখের বেশি শিক্ষার্থী, যা গত বছর থেকে ৪১ হাজার বেশি। আন্তঃশিক্ষা বোর্ড থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষার জন্য এবার মোট ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। গতবছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।