এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,৯ সেপ্টেম্বর:
২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর তালিকা প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি সরকার। পরে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয় সরকার।

আরো পড়ুন: প্রাইমারীতে চাকুরি পাবার সহজ কোর্স

তবে চলতি বছর সরাসরি পরীক্ষা নেওয়ার কথা বলে আসছে সরকার। আগামী ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক ও উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পরীক্ষার কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

পরীক্ষাকেন্দ্রের কলেজ প্রধান বা জ্যেষ্ঠ কোন অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।