
About Course
আফটার ইফেক্টস এর কাজ যারা শুরু করতে চান তাদের জন্য এই কোর্স। আর প্রোফেসনাল কাজ করতে গেলে আপনার বেসিক ক্লিয়ার রাখতে হবে এবং এই ক্ষেত্রে কোর্সটা বেশ কাজে লাগবে। কোর্স শেষে আডভান্স সব কিছু কেন শিখবেন এবং কোথা থেকে শিখবেন তার ইন্সট্রাকশনও পেয়ে যাবেন।